Friday, November 21, 2014

অত্যন্ত সুন্দর একটি ঘটনা:
সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাঃ এক রাতে সূরা বাক্বারা তেলাওয়াত করছিলেন। তাঁর নিকটে ঘোড়া বাঁধা ছিল। তিনি তেলাওয়াত করতেছিলেন। হঠাত ঘোড়াটি লাফ দিয়ে উঠলো! তিনি থেমে গেলেন, ঘোড়াটিও শান্ত হয়ে গেলো। তিনি আবার পড়া শুরু করলেন, ঘোড়াটি আবারও লাফ দিলো! তিনি চুপ হয়ে গেলেন, ঘোড়া ও নিরব হয়ে গেলো।
পুনরায় তিনি পড়া শুরু করলেন, ঘোড়াটি আবার ও লাফাতে লাগলো! এবার তিনি ক্ষান্ত দিলেন। কেননা তাঁর পুত্র ইয়াহইয়া তার নিকটে শোয়া ছিলো। ঘোড়াটি তার ক্ষতি করতে পারে এ আশঙ্কা করলেন, তখন তাকে দূরে সরাতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন; সামিয়ানার মত, বাতিসমূহ (জ্বলমল করছে...)
তখন তাকে নিরাপদ দূরত্বে রেখে আসলেন।
পরদিন ভোরে তিনি রাসুলুল্লাহ সাঃ এর কাছে এই ঘটনা বর্ণনা করলেন, রাসুলুল্লাহ সাঃ বললেন; হে ইবনে হুযাইর! তুমি পড়তে থাকলে না কেন! তুমি তেলাওয়াত করতে থাকলে না কেন হে ইবনে হুযাইর!!
উসাইদ ইবনে হুযাইর রাঃ বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমি আশঙ্কা করছিলাম, পাছে ঘোড়া আমার ছেলে ইয়াহইয়াকে যদি মাড়ায়! কারণ সে ঘোড়ার নিকটে শোয়া ছিল। তাই আমি তাকে সরাতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে সামিয়ানার মত বাতিসমূহ দেখতে পেলাম! এবং সেখান থেকে বেরিয়ে আসতে আসতে সেগুলো অদৃশ্য হয়ে গেলো।
রাসুলুল্লাহ সাঃ জিজ্ঞেস করলেন: সামিয়ানার মত ওগুলো কি ছিল জানো কি?
উসাইদ রাঃ বললেন: জি-না।
রাসুলুল্লাহ সা: বললেন :তাঁরা ছিলেন ফেরেশতাগণ! তোমার স্বর শুনে তাঁরা এসেছিলেন!! যদি তুমি পড়া বন্ধ না করতে, তাহলে তাঁরা ভোর পর্যন্ত থাকতেন। লোকেরা ও তাঁদেরকে দেখতে পেতো, তাঁরা মানুষের মধ্য হতে অদৃশ্য হতেন না। সুবহানআল্লাহ!! (বুখারী,মুসলিম)