Sunday, February 24, 2013

এখনই Windows 7 মোবাইল ভার্সন ডাউনলোড করুন আপনার নকিয়া মোবাইল এর জন্য।

এটা শুধ নকিয়া Symbian S60 5th Edition এবং samsung এর একটি আর sony ericsson এর একটিতে চলবে



Suported Devices..

Nokia 5230,5233, 5235,5800,c5-03,c6, n97 ,n97 mini, x6 N8, C6-01, C7, E6, E7, X7

Samsung i8910 HD

Sony Ericsson Satio (Idou)

DOWNLOAD HERE

http://www.mediafire.com/?fxo4g1cz38uh1xw

আর হা এটা ছাড়া আরো আছে Windows xp ইমোলেটর আছে দেখতে ঠিক এটার মতই এবং

ফুল ভার্সন লাগ্লে নিতে পারেন।





DOWNLOAD FULL VERSION

দুইটা সফট ই আমার N97,N8 এ install করে দেখেছি ট্রায়াল তাই Remove করে ফেল্লাম
স্ক্রিন্সট গুলো এই সাইটে আছে
http://www.bdsolve.blogspot.com/

আপনার Symbian S60v3 মোবাইল থেকে MP3 Song কনভার্ট করার সফটওয়্যার

আপনি কি আপনার মোবাইল থেকে MP3 গান কনভার্ট করতে চান । আমি আপনাদের এমন একটা সফটওয়্যার দিবো যা দিএ আপনারা আপনার মোবাইল থেকে MP3 Song কনভার্ট করতে পারবেন। এই সফটওয়্যার দারা আপনি MP3 Song থেকে Wav,Org,Amr Etc অ্যান্ড রিংটোন ও করতে পারবেন MP3 Song থেকে।
Download Link.....
MP3 Cube

এ রকম রও সফটওয়্যার ফ্রী পেতে এই সাইট এ Visit করতে পারেন.।
Free Software Zone

আমরা অনেকে মোবাইল ব্যাবহার করি কিন্তু মোবাইলের অনেক গোপন কোড আছে যা দরকারী কিনতু জানি না

আমরা সবাই কম বেশী মোবাইল ব্যাবহার করি কিনতু আমাদের অনেক জরুরি কোড আছে যে গুলো আমাদের দরকারি কিনতু আমরা না জানার ফলে মেকারের কাছে যাই ।আজ আমি আপনাদের সকল ধরনের মোবাইলের কিছু গোপন কোড আছে এগুলো শেয়ার করব মনে হয় আপনাদের কাজে লাগতে পারে যাদের কাজে লাগবে তারা এ কোড গুলো কোথাও সেব করে রাখতে পারেন আর না হলে এই সাইটে bdsolve.blogspot.com গেলে সব সময় পাবেন 

কোড গুলো মোবাইলের নাম অনুসারে দেয়া হল

***Nokia মোবাইল গোপন এবং গুরত্বপূর্ন কোড------
*#06# checking the
IMEI*#7780# reset to
factory
settings*#67705646#
clear the LCD display
*#0000# software
version.*#2820#
Bluetooth device
address.
*#746025625# Sim
clock allowed status.*#
7328748263373738#
resets security code.
*# 2640# Displays
security code in use.
*#30# Lets you see
the private
number.*#43# \"Call
Waiting\" *# 61# \"On
No Reply\" *#62#
\"DivertIf Unreachable
(no service)\"*#67#
\"On Busy Calls
\"*#67705646#
Removes operator logo
*#73# Reset phone
timers and game
scores. *# 7760#
Manufactures
code**21*number#
Turn on \"All Calls \"
**61*number# Turn on
\"No Reply \"
**67*number# Turn on
\"On Busy\

***চায়না মোবাইল সিকিউরিটি ও পিন আউট গোপন এবং গুরত্বপূর্ন কোড------

1.default user
code: 1122, 3344, 1234,
5678
2.Engineer mode: *#
110*01#
3.Factory mode: *#
987#
4.Enable COM port: *#
110*01#
->Device ->Set
UART ->PS Config -
>UART1/115200 KAJAL
1.Restore
factory settings: *#
987*99#
2.LCD contrast: *#369#
3. software
version#800#
4. software
version#900#
5.set default language:
*# 0000#

***এনড্রয়েড মোবাইলের গোপন এবং গুরত্বপূর্ন কোড------

(1) Shows Wi-Fi MAC address: (a) Just
Dial *#*#232338#*#*
(2) Bluetooth test: (a) Just Dial*#*#
232331#*#*
(3) Shows Bluetooth address: (a) Just
Dial *#*#232337#*#
(4) LCD test: (a) Just Dial*#*#0*#*#*
(5) Vibration & BackLight test: (a) Just
Dial *#*#0842#*#*
(6) Touch screen version: (a) Just Dial
*#*#2663#*#*
(7) Touch screen test: (a) Just Dial*#
*#2664#*#*
(8) Proximity sensor test: (a) Just Dial
*#*#0588#*#*
(9) RAM version: (a) Just Dial *#*#
3264#*#*
(10) Android Phone GTalk lanuch: (a)
Just Dial *#*#8255#*#*
(11) PDA, Phone, CSC, Build Time,
Change list number: (a) Just Dial*#*#
44336#*#*
(12) Android Phone Reset: (a) JustDial
*#*#7780#*#*
(13) Android Phone Backup: (a) Just
Dial *#*#273283*255* ­663282*#*#*
(b) This code opens a file copy screen
where you can backup your media
files
(14)Android Phone Information: (a)
Just Dial *#*#4636#*#* (b) You can
use this code to get some information
about your phone and battery. (c) It
shows phone information, Battery
information, Battery history, & Usage
statistics.
(15) Android Phone Service modea)
Just Dial *#*#197328640#* ­#* (b) You
can use this code to enter into Service
mode (c) You can run various tests
and change settings in the service
mode.
(16) Android Phone Camera
Information: (a) Just Dial *#*#
34971539#*#* (b) You can use this
code to get information about the
camera. (c) It shows following 4
menus. (d) Update camera firmware in
image, Update camera firmware in SD
card, Get camera firmware version
and Get firmware update count. (e)
WARNING: Never use the first option
(Update camera firmware in image)
otherwise your camera will stop
working and you’ll need to take your
phone to service center to reinstall
camera firmware
(17) Android Phone Factory Format:
(a) Just Dial *2767*3855# . (b) This
code is used for factory format, which
will delete all files and settings,
including the internal memory
storage. It’ll also reinstall the
firmware. (c) You can use this code to
reset your Android phone back to
factory data. (d) It’ll remove
following things: Google account
settings stored in your phone,
System and application data and
settings, Downloaded applications.
ভাল লাগলে জানাবেন আর আরো টিপস পেতে পারেনbdsolve.blogspot.com

এখন ঝরে পড়ার সময় চলছে

বসন্তের পাতাঝরা, শেষ বয়সী বৃদ্ধের মতো রোদ 
এখন ঝরে পড়ার সময় চলছে! 
ভাড়া খেটে আসা মন- কিস্তিতে কিনে নিতে চাইছে 
তাবৎ প্রয়োজন। 

শুনছি চারা গজাবে মানুষের!
শক্ত-মাটি ফুঁড়ে, অলকা-হলের দেয়াল ধরে, 
এই মাত্র যে শিশু উঠে দাঁড়ালো! সেও-
একটু পরে শুয়ে পড়বে নারী-গোষ্ঠীর বুকের উপর!
তখন বর্তুল অস্তিত্ব ফুঁড়ে হাজার নক্ষত্রে- চারা গজাবে মানুষের! 

এখন ঝরে পড়ার সময় চলছে ? 

ধ্বসে গেছে একপ্রান্ত, অন্য প্রন্তে ফাটলের হা মুখে 
আঁটকে গেছে অবাক সভ্যতা! 
ঝুলে আছে জাত, জাতিগত্র সাথে পবিত্রতা!
অবশিষ্ট যেটুকু বেঁচে আছে পাপের ভাগাড় ছেড়ে অনেক দূরে, 
যেতে যেতে হুমড়ি খেয়ে, পড়ে যেতে পারো নিচে!
তবে কি যাবে না আনতে?
লোহার জামা পরে নিজের ভাগ বুঝে নিতে!

মানুষ নাকি জেনে গেছে এপার ওপারে কিচ্ছু নেই! 
সব ফাকার বুলি ঝরছে?
উন্মুক্ত হাজার বছর, তার ভেতরের ক্ষয়রঙা-পাসওয়ার্ড
এখন মুখস্থ! মানুষের মুখে মুখে উড়ে বেড়ায়
মাঝে মাঝে অজপাড়াগাঁয়ে শোর ওঠে- 
অলৌকিক মাটি ফুঁড়ে আগুন বেরিয়ে আসছে!
অথচ তারপরেও ঝরে পড়া থামছে না! 

তবে এতকাল খাটুনী শেষে পারিশ্রমিক-সব ভুল হবে?
তবে কি এখন'ই সব মজুর'রা ঝরে পড়ার সঙ্গীত গাইবে? 
এইরকম মুহূর্তে!! 
সমীহ একটু দেখালেই বা কি হয়? 
কাল থেকে যেন পাগলটির পুণ্যে- বর্ষণ ঝরে
সবাই আমরা জাত-পাত ভুলে শুদ্ধ হতে চাই।

মানিকগঞ্জে সংঘর্ষে নিহত ৪

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্ধল গ্রামে হরতাল সমর্থক ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩০-৩৫ জন। নিহত ব্যক্তিরা হলেন: গোবিন্ধল গ্রামের আলমগীর হোসেন (৩২), নাজিমুদ্দিন (২৫), নাসিরউদ্দিন (২৫) ও পাশের বলধর গ্রামের শাহ আলম।
প্রথম তিনজনের পরিচয় নিশ্চিত করেন সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) খলিলুর রহমান। আর নাসিরউদ্দিনের ভাই শহীদুল ইসলাম জানান, নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এলাকাবাসী অভিযোগ করেন, পুলিশের গুলিতেই ওই চারজনের মৃত্যু হয়েছে। তাঁরা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন বলেও দাবি করেন তাঁদের পরিবারের সদস্যরা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আলী মিয়া। 
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মভিত্তিক দলগুলোর ডাকে আজ সকাল সাতটার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কে অবস্থান নেন হরতাল সমর্থকেরা। ‘ইসলামের অবমাননা করা হয়েছে’—এমন অভিযোগ এনে তাঁরা গোবিন্ধল গ্রামের কিছু লোককে বিক্ষোভ মিছিলে যোগ দিতে প্রলুব্ধ করেন। তখন গ্রামের কিছু লোকও মিছিলে যোগ দেন। সড়ক থেকে হরতাল সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে হরতালের সমর্থকেরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে গোবিন্ধল গ্রামের কয়েকজন আহত হন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী লাঠিসোঁটা, রামদা, টেঁটা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হরতালকারীদের সঙ্গে মিলে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ৩০-৩৫ জন আহত হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহত এই তিনজন গুলিবিদ্ধ হয়েছিলেন বলে আরএমও খলিলুর রহমান নিশ্চিত করেন। আহত ব্যক্তিদের মধ্যে অনেককেই ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেককে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। পাশাপাশি একজন চিকিত্সাধীন। 
এ প্রসঙ্গে মানিকগঞ্জের এসপি মোহাম্মদ আলী মিয়া বলেন, সংঘর্ষে সিঙ্গাইর থানার ওসিসহ পুলিশের ১২ জন সদস্য আহত হয়েছেন। আর যে চারজন নিহত হয়েছেন, তাঁরা নিজেদের গুলিতেই নিহত হয়েছেন।

কাল হরতাল
সিঙ্গাইরে চারজন নিহত হওয়ার প্রতিবাদে কাল সোমবার মানিকগঞ্জ জেলায় হরতাল ডাকা হয়েছে। আজ বিকেলে খেলাফত মজলিসের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন এক বিবৃতিতে এ কথা জানান। সিঙ্গাইরের এ ঘটনায় ইসলামি সমমনা দলগুলো ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতার ব্যানারে কাল মানিকগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।

বিদ্যুতের মূল্যহার


শ্রেণীভিত্তিক বিদ্যমান বিদ্যমান বিদ্যুতের মূল্যহার
ক্রঃ নং
গ্রাহক শ্রেণী
প্রতি ইউনিট মূল্য (টাকায়)
০১
শ্রেণী-বিঃ আবাসিকঃ
(ক) প্রথম ধাপঃ ০০ হতে ১০০ ইউনিট
(খ) দ্বিতীয় ধাপঃ ১০১ হতে ৩০০ ইউনিট
(গ) তৃতীয় ধাপঃ ৩০০ ইউনিট এর ঊর্ধ্বে
২.৬৪
২.৮১
৪.২৮
০২
শ্রেণী-আইঃ কৃষি কাজে ব্যবহৃত পাম্প-
২.৭৬
০৩
শ্রেণী-জিপি / ক্ষুদ্র শিল্পঃ
৪.৩০
০৪
শ্রেণী-সি/বাণিজ্যিকঃ
৫.১১
০৫
শ্রেণী-এলপি/ বৃহৎ শিল্প
৪.১৮
০৬
শ্রেণী-এস এল/ রাস্তার বাতি-
৪.১২
০৭
শ্রেণী-সিআই/ দাতব্য প্রতিষ্ঠান
৩.২৮