Saturday, February 23, 2013

এসএসসি পরীক্ষা শুক্রবার

হরতালের কারণে ২০১৩ শিক্ষাবর্ষের চলমান আজকের এসএসসি পরীক্ষা ১ মার্চ শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, সাধারণ শিক্ষা বোর্ডে রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি এবং ব্যবসায় উদ্যোগ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে সাধারণ গণিত, তাজবিদ নসর ও নজম (মুজাবি্বদ গ্রুপ) এবং তাজবিদ (হিফজুল কোরআন গ্রুপ) পরীক্ষা ছিল। কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি (ভোকেশনাল)-এর পদার্থ বিজ্ঞান-২ (৮১২৫) (সৃজনশীল ও সাধারণ) এবং দাখিল (ভোকেশনাল)-এর পদার্থ বিজ্ঞান-২ (৮৫২৫) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাকি পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা মঙ্গলবার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান ২০১১ সালের দ্বিতীয় বর্ষ অনার্সের আজকের পরীক্ষা আগামী মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ
ছাড়া পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।

No comments:

Post a Comment