ডাটাপার্ক বিভিন্ন প্রফেশনাল আইটি কোর্স চালু করেছে। এসব কোর্সের মধ্যে রয়েছে ওরাকল ডিবিএ ১০জি, ওরাকল ডেভেলপার ১০জি, সান সার্টিফায়েড জাভা ও মাইএসকিউএল ডিবিএ, রেডহ্যাট সার্টিফায়েড ইঞ্জিনিয়ারিং (আরএইচসিই-৬), ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, পিএইচপি, মাইএসকিউএল, জে২ইই প্রভৃতি। প্রতিটি কোর্স প্রফেশনাল ও দক্ষ প্রশিক্ষকদের অধীনে পরিচালিত হবে।
No comments:
Post a Comment