কে সেরা? লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? বিতর্কটা বেশ পুরনো। টানা চারবার বর্ষসেরার পুরস্কার জয় করে মেসি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। আর ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনির চোখেও এই মুহূর্তে মেসিই সেরা।
রোনালদো ও মেসির মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে রুনি বেছে নেন মেসিকে। তিনি বলেন, 'মেসি ও রোনালদো দুজন ভিন্ন জাতের খেলোয়াড়। তবে, আমার মতে মেসি অবিশ্বাস্য। মেসি আমার দেখা বিশ্বসেরা একজন খেলোয়াড়। তাই দুজনের মধ্যে আমি মেসিকেই বেছে নিবো।' মেসিকে সেরা মানলেও রোনালদোর প্রতিভা নিয়ে সন্দেহ নেই রুনির। তিনি বলেন, 'রোনালদো দুর্ভাগ্যবান মানতেই হবে। অন্য কোন সময় জন্ম নিলে সব পুরস্কার তারই হাতে উঠতো। তারা দুজনই বিশ্বের সর্বকালের সেরা দুজন খেলোয়াড়।' স্পেনে আসার পর থেকেই দারুণ ফর্মে আছেন রোনালদো। ১৮১টি ম্যাচে করেছেন ১৮৩টি গোল। অন্যদিকে বার্সেলোনার হয়ে ৩৬৬ ম্যাচে মেসি করেছেন ৩০১টি গোল। হাড্ডাহাড্ডি লড়াই চলছেই!
রোনালদো ও মেসির মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে রুনি বেছে নেন মেসিকে। তিনি বলেন, 'মেসি ও রোনালদো দুজন ভিন্ন জাতের খেলোয়াড়। তবে, আমার মতে মেসি অবিশ্বাস্য। মেসি আমার দেখা বিশ্বসেরা একজন খেলোয়াড়। তাই দুজনের মধ্যে আমি মেসিকেই বেছে নিবো।' মেসিকে সেরা মানলেও রোনালদোর প্রতিভা নিয়ে সন্দেহ নেই রুনির। তিনি বলেন, 'রোনালদো দুর্ভাগ্যবান মানতেই হবে। অন্য কোন সময় জন্ম নিলে সব পুরস্কার তারই হাতে উঠতো। তারা দুজনই বিশ্বের সর্বকালের সেরা দুজন খেলোয়াড়।' স্পেনে আসার পর থেকেই দারুণ ফর্মে আছেন রোনালদো। ১৮১টি ম্যাচে করেছেন ১৮৩টি গোল। অন্যদিকে বার্সেলোনার হয়ে ৩৬৬ ম্যাচে মেসি করেছেন ৩০১টি গোল। হাড্ডাহাড্ডি লড়াই চলছেই!
No comments:
Post a Comment